রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে মনোনয়ন জমা দিলেন যশবন্ত সিনহা। সোমবার সংসদ ভবনে সেই ঘটনাকে ছাপিয়ে গেল এই মনোনয়ন জমাকে কেন্দ্র করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কাছাকাছি আসার ঘটনা। এদিন বিরোধী শক্তি নিয়েই রাষ্ট্রপতি ভোটের মনোনয়ন জমা দিতে যান যশবন্ত। সেই দলেই ছিলেন রাহুল-অভিষেক। ছবিতে দেখা গিয়েছে, যশবন্তের খুব কাছাকাছি ছিলেন কংগ্রেস ও তৃণমূলের এই দুই নেতা। এরমধ্যেই রাষ্ট্রপতি ভোট কার্যত জমিয়ে দিল তেলঙ্গনা রাষ্ট্রীয় পার্টি। দিল্লিতে বিরোধীদের বৈঠকে হাজির না থাকলেও, এদিন টিআরএস জানিয়েছে ভোটের লড়াইয়ে যশবন্তের পাশে থাকবে তারা।
এদিন শরদ পওয়ার সহ বিরোধী শিবিরের একাধিক নেতাকে নিয়ে রাষ্ট্রপতি ভোটের মনোনয়ন জমা দিতে যান প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ও প্রাক্তন তৃণমূল নেতা যশবন্ত সিনহা। এই দলে ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও।
কাজের মানুষদের জন্য সোচ্চার হবেন তিনি। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখেছেন যশবন্ত।