গুরুতর অভিযোগ করলেন বিরোধী জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি ভোটেও (Presidential Election 2022) টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা চলছে। অন্যদিকে ভোটে বিজেপির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ এনেছেন তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য।
দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা ঠিক করতে সোমবার চলছে ভোটগ্রহণ। এবার নির্বাচনে চলছে দ্বিমুখী লড়াই। এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) বিরুদ্ধে ভোটে লড়ছেন বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা। তিনি তৃণমূল কংগ্রেসের (TMC) প্রাক্তন রাজ্যসভা সাংসদ। অংকের বিচারে অবশ্যই এগিয়ে রয়েছেন দ্রৌপদী মুর্মু।
সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। ভোট গ্রহণের ঘণ্টাখানেকের মধ্যেই বিস্ফোরক অভিযোগ করেছেন যশবন্ত সিনহা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘টাকার খেলা চলছে। টাকা দিয়ে সরকার পক্ষের দিকে ভোট টানার চেষ্টা, রাজনৈতিক দলগুলিকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে। আমার অনুরোধ, ভোটদানকারীরা নিজেদের অন্তরাত্মার কথা শুনুন।”
অন্যদিকে, বিজেপির পরিষদীয় দলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনেছেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘বিজেপি বিধায়কেরা আদিবাসী সংস্কৃতির প্রতীক পানচি পরে ভোট দিচ্ছেন। আবার তাঁদের পোলিং এজেন্টও পানচি পরেছেন, যার জেরে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে।’’