আগামী সপ্তাহে দিল্লিতে বসতে চলেছে G20 সম্মেলন। কিন্তু ওই বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন না চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। পাশাপাশি ওই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও উপস্থিত থাকবেন না। তাঁদের না আসার কারণ অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি।
গত সপ্তাহেই জানা গিয়েছিল ওই সম্মেলনে যোগ দেবেন চিনের প্রেসিডেন্ট। এমনকী প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল। এদিকে শি জিংপিং না আসায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
চিনের প্রেসিডেন্ট না এলেও তাঁর পরিবর্তে ওই সম্মেলনে যোগ দেবেন চিনের প্রিমিয়ার লি কিয়াং। আবার সেদেশের অন্য একটি সূত্রের খবর, দিল্লিতে অনুষ্ঠিত G20 সম্মেলনে চিনের কোনও প্রতিনিধি যোগ নাও দিতে পারেন।
Read More- রাষ্ট্রপ্রধানদের পরিবারের জন্য বিশেষ মধ্যাহ্নভোজনের আয়োজন, এলাহি ব্যবস্থা জয়পুর হাউজে
জানা গিয়েছে আগামী নভেম্বর মাসে আমেরিকায় বসতে চলেছে APEC শীর্ষ সম্মেলন। সেখানে চিনের প্রেসিডেন্ট যোগ দিতে পারেন। সেখানেই বাইডেনের সঙ্গে শি জিংপিং-এর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।