কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক করলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ আন্দোলনকারী কুস্তিগিররা। ক্রীড়ামন্ত্রীর কাছে তাঁরা ভারতীয় কুস্তি সংস্থায় মহিলা প্রধান নিয়োগ করা সহ পাঁচটি দাবি জানিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েতও।
জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে কুস্তিগিরদের বৈঠকে বসার অনুরোধ করেন। মঙ্গলবার সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন বজরং। তার পরেই তাঁকে ফোন করেন শাহ। অমিত শাহের অনুরোধের প্রেক্ষিতে বজরং পুনিয়া জানান, গোপনে তাঁরা কোনও বৈঠক করবেন না। এরপর অনুরাগ ঠাকুর টুইট করে কুস্তিগিরদের বৈঠকে আমন্ত্রণ জানানোর কথা জানান।
মঙ্গলবার ব্রিজ ভূষণ শরণ সিংয়ের উত্তরপ্রদেশের বাড়িয়ে যায় দিল্লি পুলিশ। ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে ব্রিজ ভূষণ তখন বাড়িতে ছিলেন কিনা বা তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা তা জানা যায়নি।