আজ উদ্বোধন হল নতুন সংসদ ভবনের। বিক্ষোভ কর্মসূচি ছিল আন্দোলনরত কুস্তিগিরদের। সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে আটক বেশ কয়েকজন কুস্তিগির। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তরমন্তরে কুস্তিগিরদের আন্দোলন চলছে। কুস্তিগিররা আগেই নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির কথা জানিয়েছিলেন।
Sengol History: সংসদে স্থাপিত রাজদণ্ড 'সেঙ্গোল', জানুন গুরুত্ব মাহাত্ম্য ও ইতিহাস
এদিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সংসদ চত্বর। কোমর বেঁধে প্রস্তুতও ছিল দিল্লি পুলিশ। জায়গায় জায়গায় লোহার ব্যারিকেড। আগেই কুস্তিগিরদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রশাসন। এরপরেও তাঁরা বিক্ষোভ দেখতে গেলেই আটক করা হয়।