‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’
এই সহজ কথা মনে নিয়ে চললেই যেন সব জটিলতা শেষ হয়ে যায়। একঘেয়ে বদ্ধ জীবন থেকে মাথা তুলে শ্বাস নেওয়ার নামই তো বাঁচার মতো বাঁচা। ভিন দেশ, ভিন রাজ্য, ভিন জেলায় ঘুরে বেড়ানো, অজানাকে জানা, অচেনাকে চেনার খিদে যাঁদের তাড়িয়ে নিয়ে বেড়ায় আজকের দিনটা তাঁদের জন্যই।
বিশ্ব পর্যটন দিবস, প্রতি বছর ২৭শে সেপ্টেম্বর পালন করা হয়। এই দিনে সাংস্কৃতিক বিনিময়, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক ঐক্য বৃদ্ধিতে পর্যটনের গুরুত্ব উদযাপন করা হয়।
বিশ্ব পর্যটন দিবস ২০২৪-এর থিম:
এ বছরের থিম ‘পর্যটন ও শান্তি’ যা বর্তমানে বিশ্বব্যাপী সংঘাত ও বিভাজনের যে পরিবেশ চারিদিকে গড়ে তোলার প্রবণতা চলছে, তাঁর বিরুদ্ধে বিশেষ সময়োপযোগী।
মহামারী-পরবর্তী বিশ্বে, পর্যটন আবার ফিরে আসছে, কিন্তু এখন জোর দেওয়া হচ্ছে পরিবেশ-বান্ধব অনুশীলন এবং পর্যটনকে ঘিরে গড়ে ওঠা ছোট ব্যবসার উপর। পর্যটকদের কম পরিচিত গন্তব্যগুলিকে আরও প্রচারের আলোয় নিয়ে আসার কথা ভাবা হচ্ছে।
বিশ্ব পর্যটন দিবস ২০২৪-এর আয়োজক দেশ:
এই বছর আনুষ্ঠানিক বিশ্ব পর্যটন দিবস উদযাপন জর্জিয়ায় অনুষ্ঠিত হবে যা এই বছরের জন্য আয়োজক দেশ। দায়িত্বশীল ভ্রমণকে অগ্রাধিকার দিয়ে সাংস্কৃতিক বিনিময় এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের ভূমিকা তুলে ধরা হবে এই আয়োজনে।