ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। বানভাসি দক্ষিণের চার জেলা। শ্রীবৈকুন্তমে আটকে পড়া প্রায় ৮০০ ট্রেন যাত্রীকে উদ্ধারের কাজ চলছে, এবং যত দ্রুত সম্ভব সেই কাজ শেষ করা হবে বলে জানানো হয়েছে উদ্ধারকারীদের তরফ থেকে। ট্রেনের বগিতেই রাত কাটাতে হয় যাত্রীদের।
বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুর্গতদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে সেনাবাহিনীর তরফে। চলছে ত্রাণ বিলিও।
Gita Path : রবিবারই গীতাপাঠ ব্রিগেড ময়দানে, তার আগে ফের কর্মসূচিতে কাঁটছাঁট, বাদ যাচ্ছে একাধিক শ্লোক
জলের তোড়ে ভেসে গিয়েছে বাড়ি, জমি , গাড়ি থেকে রেল লাইন। এখনও অবধি কমপক্ষে তিন জনের মৃত্যুর খবর সামনে এসেছে। বিপজ্জনক পরিস্থিতি চার জেলা তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাশি এবং কন্যাকুমারীতে। বন্ধ রয়েছে রেল -বিমান পরিষেবা।