লোকসভায় পাস হল মহিলা সংরক্ষণ বিল। এর ফলে সংসদে ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। এই বিলের সপক্ষে ভোট দেন মোট ৪৫৪ জন সাংসদ এবং এর বিপক্ষে মোট ২ টি ভোট পড়েছে।
গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই মহিলা সংরক্ষণ বিলে সম্মতি দেওয়া হয়। সেদিনই জানা গিয়েছিল, ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন দেওয়া হয়েছে। এবং বুধবার সংসদে ওই বিল পাস হতে পারে। সেইমতো আজ লোকসভায় পাস হল মহিলা সংরক্ষণ বিল।
Read More- মহিলা সংরক্ষণ বিলকে 'মিথ্যা' বলে কটাক্ষ মহুয়া মৈত্রর
এদিকে মহিলা সংরক্ষণ বিলকে সম্পূর্ণভাবে মিথ্য়া বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। কারণ তাঁর অভিযোগ, এই বিলটি রূপায়নে দেরি করছে কেন্দ্রীয় সরকার। তাঁর মতে, এই বিলের নাম হওয়া উচিত ছিল 'মহিলা সংরক্ষণ পুনর্নির্ধারণ বিল'।