শহরে পুজোর গন্ধ। মহিষাসুররূপী সমস্ত জরা, অপবিত্রতা, অকল্যাণকে সরিয়ে ফেলে নবরূপে জেগে উঠছে গ্রাম থেকে শহর, নগর থেকে বন্দর। আর সেই দেবীপক্ষেই তিন 'চিন্ময়ী দেবী' অর্থাৎ তিন মহিলা পাইলটের হাতে দেশের সুরক্ষার ভার তুলে দিল ভারতীয় সেনা। এবার থেকে 'অসুর' চিনের বিরুদ্ধে 'সুখোই' অস্ত্রহাতে নজরদারি চালাবেন ফ্লাইট লেফটেন্যান্ট তেজস্বী ও তাঁর দুই সহকর্মী। মঙ্গলবার সুখোই বিমানের মহড়া শেষে তেজপুরের বিমান ঘাঁটিতে যথেষ্ট আত্মবিশ্বাসী তাঁরা।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চিনকে সর্বদা নজরে রাখে ভারতীয় সেনা। বিগত বেশ কিছুদিন ধরে লাল ফৌজের কার্যকলাপে সন্দেহ আরও বেড়েছে চিনের উপর। এই পরিস্থিতিতেই লাল ফৌজের মুখোমুখি হবেন তেজস্বীরা। গোগরা স্প্রিং এলাকা থেকে বাহিনী সরালেও চিন নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন দেশের সেনা।
আরও পড়ুন- NIA raids PFI: পিএফআইয়ের বিরুদ্ধে ফের অভিযানে এনআইএ, আট রাজ্যে হানা, কড়া নিরাপত্তা দিল্লিতে
তেজস্বীদের দিয়েই আকাশপথে চিনকে পরাস্ত করতে চাইছে ভারত। আর সেই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না দেশের নারীবাহিনী। যদিও তেজপুরের পরীক্ষাতে ১০০-তে ১০০ পেয়েই পাশ করেছেন ফ্লাইট লেফটেন্যান্ট তেজস্বীরা। পাশাপাশি, তাঁরা বিমানঘাঁটিতে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র পরীক্ষা-নিরীক্ষা করেও দেখেন।