লিভ ইন পার্টনারকে (Live in Partner) ‘উচিত শিক্ষা’ দিতে তাঁর যৌনাঙ্গ (Private part) কেটে নেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri) এক যুবতীর বিরুদ্ধে।
মহেবাগঞ্জ এলাকার বাসিন্দা ওই যুবতীর দাবি, তাঁর ১৪ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছেন লিভ ইন পার্টনার। সে কারণেই এমনটা করতে বাধ্য হয়েছেন। এ নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই।
যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ, লখনউয়ের এক হাসপাতালে ৩২ বছরের ওই যুবক চিকিৎসাধীন। তাঁর বিরুদ্ধে পকসো আইনের পাশাপাশি, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের অভিযোগে মামলা রুজু করেছে লখিমপুর থানার পুলিশ।
Parachute Pant fashion: এই পুজোয় দারুণ হিট প্যারাশুট প্যান্ট, কীসের সঙ্গে পরলে জমবে ফ্যাশন?
পুলিশ সূত্রে খবর, বুধবার নিজের মেয়েকে ঘরে রেখে কাজে গিয়েছিলেন ওই যুবতী। অভিযোগ, তাঁর অনুপস্থিতির সুযোগে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেন যুবতীর লিভ ইন পার্টনার। প্রসঙ্গত, অভিযুক্তের সঙ্গে বছর দুয়েকের লিভ ইন সম্পর্কে ছিলেন অভিযোগকারিনী।
যুবতী পুলিশকে জানিয়েছেন, তিনি যা করেছেন, তার জন্য বিন্দু মাত্র আক্ষেপ নেই তাঁর।