আচমকাই সেতুর উপর থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। তাঁকে বাঁচাতে তড়িঘড়ি ছুটে গেলেন ক্যাবচালক এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশ। তাঁদের তৎপরতায় কোনও মতে প্রাণে বাঁচলেন ওই মহিলা। যে ঘটনার সিসিটিভি ফুটেজ মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের নাভা শেভা এলাকায় অটল বিহারী বাজপেয়ী ট্রান্স হারবার লিঙ্ক ব্রিজ অর্থাৎ অটল সেতুতে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সেতুর নিচে রয়েছে আগ্রাসী সমুদ্র। ওই সেতুর রেলিংয়ে বসে রয়েছেন ৫৭ বছর বয়সি ওই মহিলা।
ভিডিয়ো অনুযায়ী, রেলিংয়ে বসে ওই মহিলা প্রথমে সমুদ্রে কিছু ছুঁড়ে ফেলেন। তার পর নিজেও আচমকা ঝাঁপ দেন। পাশেই ছিলেন এক ক্যাব-চালক। তিনি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে ওই মহিলাকে ধরে ফেলেন।
কিন্তু ওই ক্যাব চালকের পক্ষে একা ওই মহিলাকে বাঁচানো সম্ভব ছিল না। রীতিমতো তাঁকে বেগ পেতে হচ্ছিল। সেই সময়েই এলাকায় টহল দিচ্ছিল একটি পুলিশের গাড়ি।
ওই দৃশ্য দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশকর্মীরা। তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে রেলিং টপকে ওই মহিলাকে ধরে ফেলেন। এরপর সকলের তৎপরতায় মহিলাকে টেনে তুলে গাড়িতে বসানো হয়।
গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ পোস্ট করা হয়েছে মুম্বই পুলিশের সিপি-র সোশ্যাল মিডিয়া পেজ থেকে। আর এই ভিডিয়ো মারফত সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়েছে, যাতে প্রিজয়নের কথা ভেবে তাঁরা এই ধরণের কোনও ঝুঁকি না নেন।
জানা গিয়েছে, ওই মহিলার নাম রিমা মুকেশ পটেল। তাঁর আনুমানিক বয়স ৫৬ বছর। তিনি উত্তর-পূর্ব মুম্বইয়ের মুলুন্ড এলাকার বাসিন্দা। ঠিক কী কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা এখনও জানা সম্ভব হয়নি।