স্বামীর সঙ্গে ঝামেলা। ৬ বছরের শিশুকে কুমীরের মুখে ছুড়ে ফেলে দিলেন এক মহিলা। রবিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের উত্তর কন্নড় জেলার দান্দেলি তালুকে। কালি নদীর জলে সন্তানকে ছুঁড়ে ফেলার অভিযোগ মায়ের বিরুদ্ধে। রবিবার সকালে মৃত শিশুর দেহ উদ্ধার করা হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই দম্পতির নাম রবি কুমার ও সাবিত্রী। তাঁদের আরও একটি ২ বছরের পুত্রসন্তানও আছে। বড় ছেলে জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। এই নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝামেলা হত। পুলিশ জানিয়েছে, শনিবারও তাঁদের এই ঘটনা নিয়ে বিবাদ হয়। রাগের বশে রবি তাঁর স্ত্রীকে বলেন, ছেলেকে ছুঁড়ে ফেলে দিতে। সাবিত্রী শিশুটিকে নদীর জলে ফেলে দেন।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতেই স্থানীয়দের ও ডুবুরিদের খবর দেওয়া হয়। কিন্তু রাতে দেহ খুঁজে পাওয়া যায়নি। সোমবার সকালে দেহ উদ্ধার হয়। মৃত শিশুর দেহে একাধিক আঘাত আছে। মনে করা হচ্ছে, কুমীরের দ্বারা আক্রান্ত হয়েই মৃত্যু ওই শিশুর।