সম্প্রতি দিল্লি মেট্রোতে অন্তর্বাস পরে উঠে ভাইরাল হন এক তরুণী। তরুণীর পোশাক নিয়ে শোরগোল পড়ে যায় সর্বত্র। দেশজুড়ে সমালোচনার জেরে নয়া নির্দেশিকা জারি করল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। সহযাত্রীদের অনুভূতি আহত হয়, এমন কোনও পেশাক পরে দিল্লিতে মেট্রোয় ওঠা যাবে না৷
৩ এপ্রিল দিল্লি মেট্রোর পক্ষ থেকে যে বিবৃতি দিয়ে একথা বলা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীরা এমন কোনও পোশাক পরতে বা এমন কোনও আচরণ করতে পারবেন না যা সহযাত্রীদের অস্বস্তিতে ফেলে।
Delhi Metro Girl: 'ইচ্ছে মতো পোশাক পরি', জানালেন দিল্লি মেট্রোর ভাইরাল হওয়া তরুণী, কে তিনি?
ওই বিবৃতি অনুযায়ী, 'অভদ্রতা' একটি শাস্তিযোগ্য অপরাধ, যা ডিএমআরসি অপারেশনস অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্টে সেকশন ৫৯-এর অর্ন্তগত।
এই নির্দেশিকার নেপথ্যে থাকা ভাইরাল হওয়া তরুণী ১৯ বছরের রিদম চানানা। সংবাদমাধ্যমকে রিদম জানিয়েছেন, তিনি এই পোশাকেই স্বচ্ছন্দ্য৷ আরও জানিয়েছেন, তিনি অপরাধী নন, বরং যাঁরা ভিডিও করেছেন তাঁরাই অপরাধী।