কীভাবে গাড়ি চালানো শিখছেন, তার রিল বানাচ্ছিলেন বন্ধু। অ্যাকসেলেটর দেওয়ার বদলে ভুল করে রিভার্স গিয়ার দেন যুবতী। ৩০০ ফিট ছিটকে খাদে পড়ে গেল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু ওই যুবতীর। ঘটনাটি ঘটেছে সোমবার মহারাষ্ট্রের ছত্রপতি সামভাজিনগরে।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম শ্বেতা দীপক সারভেস। বন্ধু শিবরাজ মোলের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ওই যুবতী। সেখানেই গাড়ি শিখছিলেন। গাড়িতে ক্লাচ দেওয়ার পরিবর্তে রিভার্স গিয়ার দিতেই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে যায়। তাঁর বন্ধু শিবরাজও চিৎকার করে ওঠেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার, হয়ে গিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।