মহিলা সংরক্ষণ বিলে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সংসদে ওই বিল পেশ হতে পারে।
২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে বলে ইঙ্গিত করেছিল বিরোধীরা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানেই এই বিলের অনুমোদন দেওয়া হয়েছে।
এই বিল পাস হলে লোকসভায় মহিলাদের জন্যয় ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে। লোকসভার বিশেষ অধিবেশনে ওই বিল পেশ হবে।