কালাজাদুর জন্য তরুণীকে হেনস্থার অভিযোগ। অভিযুক্ত, স্বামী-সহ শ্বশুরবাড়ির সাত জন। অভিযোগ, তাঁর কাছে জোর করে ঋতুস্রাবের রক্ত নেওয়া হয়েছে। সেই রক্ত ৫০ হাজার টাকায় বিক্রি করা হয় বলেও অভিযোগ তরুণীর। ঋতুস্রাব চলাকালীন তাঁকে তিনদিন খেতে দেওয়া হয়নি। তরুণী নিজেই থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বীঢ় জেলায়। ২৮ বছরের ওই তরুণী পুলিশে অভিযোগ দায়ের করে জানান, গত অগাস্ট মাসে ঘটনাটি ঘটে। স্বামী, দেওর, শ্বশুর, শাশুড়ি, ভাইপো- সবার বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭, ৩৫৪, ৪৯৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।
ঘটনার পর শ্বশুরবাড়ি ছেড়ে ওই তরুণী পুণেতে বাবা-মায়ের বাড়ি চলে এসেছে। সেখানেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে।