টানটান চিত্রনাট্যের সাসপেন্স থ্রিলারকেও হার মানাবে উত্তরপ্রদেশের (UP murder) হাড় হিম করা ঘটনা। নিজের লুক অ্যালাইককে খুন করে মৃত্যুর অভিনয় করার অভিযোগে ধৃত গ্রেটার নয়ডার এক মহিলা।
অভিযুক্ত পায়েল ভাটি (Payal Bhati) একটি মলে কাজ করতেন, খুন হওয়া মহিলার সঙ্গে পায়েল এবং তাঁর প্রেমিক অজয় ঠাকুর (Ajay Thakur) প্রথমে বন্ধুত্ব করেন বলেই অভিযোগ। পুলিশ সুত্রে খবর, মৃতাকে নিজের পোশাক পরিয়ে তাঁর মুখ পুড়িয়ে দিয়েছে অভিযুক্ত পায়েল। ঘটনাকে যাতে আত্মহত্যা মনে হয়, সেই উদ্দেশ্যে একটি সুইসাইড নোটও রেখে যায় মৃতদেহের পাশে। খুন করে প্রেমিকের সঙ্গে পায়েল পালিয়ে যায়, অভিযোগ এমনটাই।
Dilip Ghosh on Bomb Recovered: 'বোমা এখন রাজ্যের একমাত্র শিল্প', তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ দিলীপের
১২ নভেম্বর মৃতার পরিবার তাঁর নিখোঁজ ডায়েরি করার পর ঘটনাটি সামনে আসে।
পুলিশের প্রাথমিক অনুমান, নিজের মৃত্যুর নাটক করে এক আত্মীয়কে ফাঁসাতেই গোটা ঘটনা ঘটয়েছে পায়েল। শোনা গিয়েছে, আত্মীয়দের কাছে টাকা নিয়ে শোধ করতে না পারায় আত্মঘাতী হয়েছিলেন পায়েলের বাবা, তাঁরই প্রতিশোধ নিতে এমন ছক সাজায় পায়েল।
পায়েলের বাড়ির লোকের অবশ্য বক্তব্য, পরিবারের তরফে সম্পর্ক না মানার সম্ভাবনা দেখেই প্রেমিকের সঙ্গে পালিয়েছে পায়েল।