জলপ্রপাতের নিচে প্রকাশ্যে এক মহিলাকে স্নান করতে বাধ্য (woman forced to have bathe in public) করলেন তাঁর স্বামী! মহিলার দাবি, পুত্রসন্তান লাভের জন্য একজন ওঝার পরামর্শে তাঁকে এই কাজ করতে বাধ্য করা হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ওই ওঝাকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের পুনের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
মহিলা জানান, ২০১৩ সালে তাঁর বিয়ে হয়েছিল। তারপর থেকেই যৌতুকের জন্য চাপ দিতেন শ্বশুরবাড়ির লোকজন। পুত্রসন্তানের জন্ম দিতে পারছেন না, এমন 'দোষ' দেওয়া হত নিয়মিত। এরপরই শ্বশুরবাড়ির লোকজন তাঁকে এক ওঝার কাছে নিয়ে যান।
কোলাপুর জেলার জয়সিংপুরের ওই ওঝার নাম মৌলানা বাবা জমাদার। মহিলার জানিয়েছেন, ওই ওঝা দাবি করেছিল, তাঁর উপর কেউ কালো জাদু করেছে৷ তাই পুত্রসন্তান হচ্ছে না৷ নির্যাতিতা মহিলার অভিযোগ, ওই ওঝা নিদান দেয়, রত্নগিরি জেলার মালেশ্বর জলপ্রপাতের নীচে জনসমক্ষে নগ্ন হয়ে স্নান করতে হবে। তাঁকে সেই কাজ করতে বাধ্য করেন স্বামী। মহিলার অভিযোগের ভিত্তিতে ভারতী বিদ্যাপীঠ থানার পুলিশ, ভারতীয় দণ্ডবিধি এবং ব্ল্যাক ম্যাজিক আইনের প্রাসঙ্গিক ধারাগুলির ভিত্তিতে মামলা রুজু করেছে।
ওই মহিলার আরও অভিযোগ, তাঁর গয়না কেড়ে নিয়ে বিক্রি করে দিয়েছেন স্বামী। তাঁর বাবা-মায়ের দেওয়া সম্পত্তি বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়েছে।