মাস কয়েক আগেই স্বামীর মৃত্যু । নিজের শ্বশুরের মধ্যে খুঁজে পান ভালবাসার আশ্রয় । সমাজ, পরিবারের অমতেই বিয়ে করার সিদ্ধান্তও নেন । কিন্তু, বিয়ের দিন শেষপর্যন্ত শ্বশুরকে নিয়ে থানায় ছুটতে হল বউমাকে । সেখানেই চার হাত এক হল তাঁদের । ঘটনাটি ঘটেছে, বিহারের গোপালগঞ্জ । ভালবাসাকে যে বয়স কিংবা সম্পর্কের বেড়াজালে আবদ্ধ করা যায় না, তা আরও একবার প্রমাণ করলেন শ্বশুর-বউমার জুটি ।
জানা গিয়েছে, ওই মহিলার ৪ সন্তান । স্বামী মারা যান মাস ছয়েক আগেই । তারপর খুড়শ্বশুরের প্রেমে পড়েন ওই মহিলা । দু'জনের মধ্যে বেড়ে ওঠে ভালবাসার সম্পর্ক । বিয়ে করারও সিদ্ধান্ত নেন তাঁরা । কিন্তু, পরিবারের সম্মতি ছিল না । কিন্তু সেসব তোয়াক্কা না করেই সম্প্রতি বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেন তাঁরা । কিন্তু, বিয়ের দিনই যত গোল বাঁধল ।
মহিলার অভিযোগ, বিয়ের দিনই তাঁর উপর অত্যাচার শুরু করে পরিবারের সদস্যরা । বারবার বাধা দেয় বিয়েতে । তারপরই থানায় ছোটেন শ্বশুর-বউমা । পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । একইসঙ্গে থানাতেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা ।