করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনাগ্রস্তদের সরকারের পাশাপাশি একাধিক রাজ্যও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। সেই সুযোগেই বেআইনি ভাবে আর্থিক সাহায্যের টাকা হাতানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। তাঁর স্বামী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, এমনটাই দাবি করে ক্ষতিপূরণের টাকা নেওয়ার চেষ্টা করেন ওই মহিলা।
অভিযুক্ত ওই মহিলার নাম গীতাঞ্জলি দত্ত। ওড়িশার বাদাম্বা থানার অন্তর্গত মানিয়াবাঁধা এলাকার বাসিন্দা তিনি। অভিযোগ, স্বামীর নামের ভুয়ো নথি তৈরি করেন তিনি। তারপর সরকারের কাছে অর্থ সাহায্য দাবি করেন।
আরও পড়ুন - চাকা গড়িয়েও থমকে গেল করমণ্ডল, এবার সাঁতরাগাছিতে এসি বিভ্রাট
তবে, মহিলার অভিসন্ধি সফল হয়নি। কারণ এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন গীতাঞ্জলীর স্বামী বিজয় দত্ত। তিনিই থানায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এখনও গ্রেফতার করা হয়নি অভিযুক্তকে।