Nose Bleed Fever in India: ইরাকের পর এবার ভারতে হানা, 'নোজ ব্লিড' ফিভারে গুজরাটে মৃত ১ মহিলা

Updated : Jun 05, 2022 15:48
|
Editorji News Desk

নাক থেকে অনর্গল রক্তপাত। দু’সপ্তাহে মৃত্যু। রোগের নাম ‘নোজ ব্লিড ফিভার’(Nose-Bleed Fever)। কোভিড-উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি, তার মধ্যেই বিরল ভাইরাস ঘটিত এই রোগে গুজরাতে(Gujarat) মৃত্যু হল ৫৫ বছর বয়সি এক মহিলার। আক্রান্ত আরও এক। ইরাকের অবস্থা আরও ভয়াবহ। সেখানে এই ভাইরাস হানায় এখনও পর্যন্ত মৃত অন্তত ১৮ জন। 

আক্রান্ত রোগীর নাক থেকে অনর্গল রক্তপাতের কারণে ভাইরাস ঘটিত এই রোগটিকে ‘নোজ ব্লিড ফিভার’ বা নাক থেকে রক্ত পড়া জ্বর বলা হয়। বাইরের বেশ কিছু দেশে কয়েক সপ্তাহ ধরেই উদ্বেগ বড়াচ্ছিল এই ভাইরাস(Nose-bleed fever)। ভাইরাসটি সবচেয়ে বেশি ছড়িয়েছে ইরাকে। সেখানে ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যু হয়েছে এই রোগের প্রকোপে। আক্রান্ত শতাধিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, এই ভাইরাস ঘটিত জ্বরের আসল নাম, ক্রিমিয়ান-কঙ্গো হেমারেজিক ফিভার(Crimean-Congo Haemorrhagic fever virus)। রোগ সংক্রমণের দ্বিতীয় সপ্তাহে রোগীর অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কা বেড়ে যায় অনেকটাই। বিশেষজ্ঞদের মতে, এই রোগে মৃত্যুর হার ৩০ শতাংশের কাছাকাছি। অথচ এখনও পর্যন্ত এই রোগের কোনও টিকা নেই। 

আরও পড়ুন- India Covid Update : দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৪,২৭০ জন 

মূলত, মাথা যন্ত্রণা, তীব্র জ্বর, লাল টকটকে চোখ, পিঠে ব্যথা, পেট ব্যথা ও বমি, অস্থিসন্ধির ব্যথা ইত্যাদি উপসর্গ থাকলেই সতর্ক হতে হবে। এছাড়াও রোগের তীব্রতা বৃদ্ধি পেলে দেহের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ থেকে শুরু হয় রক্তক্ষরণ(Bleeding)। এই অবস্থায় নাক থেকে রক্ত পড়তে দেখা যায় রোগীর। 

জানা গিয়েছে, গবাদিপশুর(Domestic Animal) দেহ থেকে এই রোগ মানুষের দেহে সংক্রমিত হয়। গবাদিপশুর দেহে অবস্থিত উকুনের মাধ্যমেও ছড়াতে পারে এই রোগ। পাশাপাশি, পশু নিধনের পর যে রক্ত নির্গত হয়, সেই রক্ত থেকেও সুস্থ মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে এই রোগ। 

DeathIndiaNose Bleed FeverGujaratFevervirus spread

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক