ডেস্টিনেশন ওয়েডিংয়ের শখ ছিল। উত্তরাখণ্ডের নৈনিতালে প্রকৃতির মাঝে এক বিলাসবহুল রিসর্টে বিয়ের ভেন্যু বুক করা হয়। কিন্তু বিয়ের আনন্দ এক লহমায় বদলে গেল বিষাদে। নিজের বিয়ের মেহেন্দি অনুষ্ঠানে নাচতে নাচতে পড়ে মৃত্যু ২৮ বছরের তরুণী শ্রেয়া জৈনের।
বিয়ের অনুষ্ঠানের জন্য দিল্লি থেকে নৈনিতাল এসেছিল পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব। মেহেন্দি অনুষ্ঠানে সবার সঙ্গে নাচছিলেন ওই তরুণী। নাচতে নাচতে হঠাৎ পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে যান পরিবারের লোকরা। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রেয়া নামে লখনউর ওই তরুণী বি-টেক করার পর এমবিএ করেছিলেন। লখনউরই একটি আইটি সংস্থার কাজ করতেন। বিয়ে নিয়ে খুশি ছিলেন শ্রেয়া। রবিবার তাঁদের বিয়ে ছিল। শনিবার সন্ধ্যায় মেহেন্দির অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটে। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানা গিয়েছে, কার্ডিওপালমোনারি জটিলতার কারণে আকষ্মিক মৃত্যু হয় শ্রেয়ার। ওই তরুণীর বাবা সঞ্জয় জৈন শিশুরোগ বিশেষজ্ঞ। মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার।