পিছনে তাড়া করেছিল এক দল কুকুর। প্রাণপণে স্কুটি চালিয়ে তাড়াতাড়ি কুকুরদের নাগালের বাইরে যেতে চাইছিলেন এক মহিলা। শেষমেশ রাস্তার পাশে রাখা গাড়ির পিছনে সজোরে ধাক্কা। চালক ছাড়াও স্কুটিতে ছিল এক শিশু এবং অন্য আরেক মহিলা, তিনজনেই স্কুটি থেকে ছিটকে পড়েন।। সেই ঘটনার ভয়ানক একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
ঘটনাটি ওড়িশার বেহরামপুরের। পুলিশ সূত্রে খবর, দুই মহিলা এবং শিশুটির দেহের একাধিক জায়গায় আঘাত লেগেছে। যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, চার-পাঁচটা কুকুর তাড়া করছে একটি স্কুটিকে। তবে দুর্ঘটনার পর কুকুরগুলি সেখান থেকে চলে যায়, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সে দৃশ্যও।
Delhi Metro Girl: 'ইচ্ছে মতো পোশাক পরি', জানালেন দিল্লি মেট্রোর ভাইরাল হওয়া তরুণী, কে তিনি?