প্রেমিকের নামে পৈতৃক সম্পত্তি লিখে না দেওয়ায় অকথ্য অত্যাচারের শিকার এক মহিলা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়। সংকটজনক অবস্থায় নির্যাতিতা ওই মহিলাকে ইতিমধ্যেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।
পুলিশ সূত্রে খবর, গত দু বছর ধরে ওই মহিলার সঙ্গে অভিযুক্ত প্রতিবেশী যুবকের সম্পর্ক ছিল। মহিলার বাবা মারা যাওয়ার পর তাঁর পৈতৃক বাড়িটি যুবক তাঁর নিজের নামে লিখিয়ে নিতে চান। কিন্তু ওই মহিলা রাজি হননি।
আরও পড়ুন - কনস্টেবল থেকে আইএএস অফিসার, উদয় কৃষ্ণ রেড্ডির গল্প রূপকথাকেও হার মানাবে
এরপরেই, মহিলার মুখে-চোখে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে আঠা দিয়ে মুখ বন্ধ করে নির্মম অত্যাচার করার অভিযোগ উঠেছে অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বাড়ি থেকে বেআইনি মদও উদ্ধার করেছে।