Wife swapping: 'বউ বদলের খেলা'য় রাজি হননি, স্বামীর লাগাতার নির্যাতন থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ স্ত্রী

Updated : Oct 24, 2022 18:25
|
Editorji News Desk

বউ বদলের খেলা। সেই খেলায় স্ত্রী রাজি হননি। সেই কারণে জুটল মারধর, অত্যাচার। এমনকি স্ত্রী'কে শায়েস্তা করতে জোর করে 'অস্বাভাবিক' শারীরিক সম্পর্কেও লিপ্ত হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানেরে। ইতিমধ্যেই ওই মহিলা মধ্যপ্রদেশের ভোপালে অভিযোগ দায়ের করেছেন। 

'ওয়াইফ সোয়াপিং গেম' অর্থাৎ বউ বদলের খেলা। এই খেলায় নিজের স্ত্রীকে অন্যের শয্যাসঙ্গী বানানো হয়। বদলে ওই ব্যক্তির স্ত্রীকে পাওয়া যায় নিজের শয্যাসঙ্গী হিসেবে। আধুনিক মানসিকতার অনেকেই এই খেলায় মাতেন। অভিযোগ, এই খেলাতে অংশ নিতে চেয়েছিলেন বিকানেরে একটি বিলাসবহুল হোটেলের ম্যানেজার অমর। কিন্তু তাঁর স্ত্রী রাজি ছিলেন না। সেই কারণে হোটেলের একটা ঘরে নিজের স্ত্রীকে বন্দি করে রাখেন অমর। কেড়ে নেন ফোন। চলে নির্যাতন। 

সেখান থেকে এক আত্মীয় এসে ওই মহিলাকে তাঁর বাবার বাড়িতে নিয়ে যান। সেখানেই থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশে দায়ের করা অভিযোগ অনুযায়ী, মদ খাওয়া, মাদক সেবন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর স্বামীর। এমনকি অভিযুক্ত একাধিক পুরুষের সঙ্গেও শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই মহিলা। 

এছাড়াও অভিযোগ পত্রে তিনি জানিয়েছেন, হোটেলে তাঁকে বন্দি করে রাখা হয়। দুদিন পর তাঁর স্বামী সেখানে গিয়ে অত্যাচার করেন তাঁর উপর। 'ওয়াইফ সোয়াপিং গেম'-এ অংশ না নেওয়ায় তাঁকে 'রুচিহীন-অসংস্কৃত' বলা হয়। অস্বাভাবিক ভাবে শারীরিক সম্পর্কও স্থাপন করা হয়। 

একই সঙ্গে শ্বশুর বাড়ির বাকি সদস্যদের বিরুদ্ধেও পণ চেয়ে তাঁর উপর অত্যাচার করার অভিযোগ করেছেন নির্যাতিতা। পুলিশ সূত্রের খবর, নির্যাতিতার স্বামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে, এখনও গ্রেফতার করা হয়নি। 

IndiaRajasthancrimecrime against women

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক