নারকীয় ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের উনাব এলাকা। বোনের সামনেই দিদিকে গণধর্ষণ করার অভিযোগ উঠল বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে। এমনকি, নির্যাতিতার বোনেরও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর নির্যাতিতা যুবতি আত্মহত্যারও চেষ্টা করেন।
জানা গিয়েছে, স্থানীয় দোকানে পড়াশোনার সামগ্রী কিনতে গিয়েছিল নির্যাতিতা যুবতি ও তাঁর বোন। সেখানেই চার যুবক তাঁদের পথ আটকায় এবং প্রথমে শ্লীলতাহানি করে। অভিযোগ, তারপরেই বোনের সামনেই যুবতিকে ধর্ষণ করা হয়। অভিযুক্তদের মধ্যে ছিল স্থানীয় বিজেপি নেতার ছেলে।
ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার। পুলিশ সুপারের নির্দেশে দ্রুত তদন্ত শুরু হয়েছে। যদিও বিজেপি নেতার ছেলেকে এখনও গ্রেফতার করতে পারেনি বলে জানা গিয়েছে।
মধ্যপ্রদেশের ওই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। বিরোধীদের অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতার তো দূরের কথা ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বিজেপি নেতারাও। এবিষয়ে রাজ্যে মহিলা নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।