রোজই খবরের কাগজ খুলে ধর্ষণ, খুন, রাহাজানির ঘটনা দেখেই আড়মোড়া ভাঙেন অগণিত ভারতবাসী। সম্প্রতি গাজিয়াবাদ গণধর্ষণের খবরেও উত্তাল হয়েছিল দেশ। ঘটনার বীভৎসতা শুনে মনে পড়ে গিয়েছিল ২০১২ সালের দিল্লির 'নির্ভয়া' গণধর্ষণের কথাও। কিন্তু, টুইস্ট অন্য জায়গায়৷ পুলিশ জানিয়েছে, এমন কোনও ধর্ষণের ঘটনা ঘটেইনি! পুরোটাই সাজানো! বৃহস্পতিবার পুলিশ দাবি করেছে, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে কয়েকজন পুরুষকে ফাঁসানোর জন্য মিথ্যা বলেছিলেন ওই মহিলা।
আরও পড়ুন: Ghaziabad crime news: ʼকোনও গণধর্ষণ হয়ইনি, পুরোটাই সাজানোʼ গাজিয়াবাদের ঘটনা নিয়ে জানিয়ে দিল পুলিশ
কেবলমাত্র সম্পত্তি হাতানোর উদ্দেশ্যেই ধর্ষণের ঘটনা সাজিয়েছিলেন মহিলা। শনিবার ধর্ষণ এবং অপহরণের ঘটনা সাজানোর অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, মহিলাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগেই গ্রেফতার করা হয়েছিল মহিলার তিন সহযোগী আজাদ, আফজল এবং গৌরবকে।
মিরাট রেঞ্জের আইজি প্রবীণ কুমার সাংবাদিক সম্মেলনে বলেন, “সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই একটি মিথ্যা গল্প ফাঁদেন ওই মহিলা। তিনি আজাদ নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে পুরো ঘটনাটি সাজিয়েছিলেন। পুলিশ আজাদকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে আজাদের দুই সহযোগীকে। ষড়যন্ত্রে ব্যবহৃত একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ”।