গোয়ায় বেড়াতে নিয়ে গিয়ে ৪ বছরের সন্তানকে খুনের অভিযোগে পুলিশের জালে বেঙ্গালুরুর সূচনা শেঠ। মা হয়ে, কেন ৪ বছরের শিশুকে খুন তার উত্তরই খুঁজছে পুলিশ। সূচনাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, ২০১০ সালে বেঙ্কট রমন নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল সূচনার। এরপর ২০১৯ সালে তাঁদের এই পুত্রসন্তানটি হয়। ২০২০ সাল থেকেই তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে বিচ্ছেদ অবধি গড়ায়। এরপর সন্তানকে মায়ের হেফাজতেই রাখার নির্দেশ দেয় আদালত, আর বাবার সঙ্গে দেখা করার দিন রবিবার। সূচনার দাবি, বাবার সঙ্গে ছেলেকে দেখা করতে না দেওয়ার কথা ভেবেই এই খুন করেছেন তিনি। সেই পরিকল্পনামাফিক সন্তানকে নিয়ে গোয়ায় যান সূচনা।
উল্লেখ্য, সোমবারের এই ঘটনায় কর্নাটক পুলিশ আটক করেছে একটি ট্যাক্সিকে। এই গাড়িতেই ছেলের দেহ নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন মহিলা। পুলিশ জানিয়েছে, সোমবার তাঁর ঘর পরিষ্কার করতে গিয়ে রক্তের ছাপ দেখতে পান হোটেল কর্মীরা। খবর যায় পুলিশে।
সিসি ফুটেজে দেখা যায়, হোটেল থেকে বেরনোর সময় মহিলার সঙ্গে ছেলে নেই। তখনই সন্দেহ হয়। ট্যাক্সির নম্বর উদ্ধার করে ওই গাড়িকে চিত্রদূর্গে আটক করা হয়। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে সুইকেট বন্দি ওই শিশুর দেহ। বেঙ্গালুরুর এক সংস্থায় সিইও পদে চাকরি করেন ওই মহিলা।