আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চাঁদের মাটিতে ল্যান্ড করবে চন্দ্রযান ৩। যাকে নিয়ে প্রহর গুনছেন দেশবাসী। চন্দ্রযান ২-এর ক্ষেত্রে প্রাথমিক ভাবে সব ঠিকঠাক থাকলেও বিপত্তি বাঁধে শেষ ১৫ মিনিটে। যান্ত্রিক সমস্যার জন্য সফলভাবে অবতরণ করতে পারেনি ভারতের পাঠানো দ্বিতীয় ওই চন্দ্রযান। কিন্তু এবার আর কোনও ত্রুটি রাখতে চাইছে না ISRO। সব বিষয় খুঁটিয়ে দেখে ২৩ তারিখেই চন্দ্রযান ৩-কে চাঁদের মাটিতে ল্যান্ড করানোর পরিকল্পনা করা হয়েছে। কিন্তু এর পিছনে রয়েছে একটা বড় কারণ।
চন্দ্রযান ল্যান্ড করার পর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের একাধিক পরবর্তী কাজ থাকে। যার জন্য প্রয়োজন হবে সৌরশক্তি। এদিকে চাঁদের একমাস হয় পৃথিবীর ২৮ দিনে। এবং সেখানে দিন ও রাতের চক্র সম্পূর্ণ আলাদা। ২৮ দিনের মধ্যে ১৪ দিন দিন এবং ১৪ দিন রাত থাকে। সেকারণে চন্দ্রযানকে এমন সময়ে ল্যান্ড করাতে হবে যখন সেখানে দিন থাকবে। ২২ অগাস্ট চাঁদে রাত্রিকাল শেষ হয়েছে। এবং ২৩ তারিখ থেকে শুরু হয়েছে দিন। সেকারণেই ২৩ তারিখেই চন্দ্রযান ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রা মাইনাস ২৩০ ডিগ্রির আশপাশে থাকে। তীব্র শীতে দক্ষিণ মেরুতে চন্দ্রযানকে চালানো সম্ভব নয়। সেকারণে দিন থাকার সময়েই চন্দ্রযান নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।