Cough Syrup : WHO-র স্ক্যানারে থাকা ৪ কাফ সিরাপ ভারতে বিক্রি হয় না, জানাল কেমিস্ট অ্যাসোসিয়েশন

Updated : Oct 14, 2022 07:52
|
Editorji News Desk

ভারতীয় সংস্থা মেডেন ফার্মাসিউটিক্যালসের চারটি কাশির সিরাপ (Cough Syrup) নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । WHO-এর তরফে জানানো হয়েছে, গাম্বিয়ায় (Gambia) ৬৬ জন শিশুর মৃত্যুর কারণ হতে পারে এই কাশির সিরাপগুলি । এই আলোচনার মাঝে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের (All India Organization of Chemist and Drugist) তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, মেডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারতে এই কাশির সিরাপ বিক্রি করে না । শুধুমাত্র রফতানির জন্যই এই পণ্যগুলি উৎপাদন করা হয়।   

উল্লেখ্য, আফ্রিকার গ্যাম্বিয়ায় ৬৬ জন শিশুমৃত্যুর ঘটনার পরই চারটি কাশির সিরাপের উপর নিষেধাজ্ঞা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা , WHO। মেডেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের হরিয়ানার সোনেপতের একটি মেডিসিন প্রস্তুতকারক সংস্থা এই ওষুধগুলো তৈরি করে । যে চারটি কাশির সিরাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলি হল- প্রোমেথাজি়ন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাফ সিরাপ এবং মাগরিপ এন কোল্ড সিরাপ । সংস্থাটি শুধুমাত্র গাম্বিয়াতে এই পণ্যগুলি রফতানি করে। 

আরও পড়ুন, Bizarrer news: যৌনাঙ্গে চারমাস আটকে রইল লোহার আংটা,তাইল্যান্ডের ঘটনা দেখে চিকিৎসকদের চোখ কপালে
 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চার কাশির সিরাপ তৈরির জন্য মেডেন ফার্মাসিউটক্যালসের কাছে রাষ্ট্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার সংশাপত্র রয়েছে । তবে, ওষুধ নিয়ন্ত্রক সংস্থা শুধুমাত্র রফতানির জন্যই এই পণ্যগুলির তৈরির অনুমতি দিয়েছে । সংস্থাটি শুধুমাত্র গাম্বিয়াতে এই পণ্যগুলি রফতানি করে। মন্ত্রক আরও বলেছে, সাধারণত আমদানিকারক দেশ এই পণ্যগুলিকে গুণমান পরীক্ষা করে সন্তুষ্ট হলে তবেই সেগুলি আমদানীর সিদ্ধান্ত নেয়। 

কেমিস্ট অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, মেডেন ফার্মা ওষুধগুলি দেশের বাইরে অর্থাৎ গাম্বিয়াতে বিক্রি করে । সেক্ষেত্রে, ভারতে ওষুধ সরবরাহ না করলেও, এই সংস্থা ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের সমস্ত নির্দেশ অনুসরণ করবে । 

হু জানিয়েছে,ওষুধগুলির বিশদ বিশ্লেষণ করে তার রিপোর্ট ভারতীয় নিয়ন্ত্রককে জানাবে তারা । ভারতীয় কর্তৃপক্ষ মেডেন ফার্মাসিউটিক্যালস-এর উৎপাদিত একই ব্যাচের নমুনা সংগ্রহ করে তা চণ্ডীগঢ়ের আঞ্চলিক ড্রাগ টেস্টিং ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার । 

WHOCough Syrup

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক