কে এই ভোলেবাবা ? যাঁর কথা শুনতে গিয়ে উত্তরপ্রদেশের হাথরসে প্রাণ গেল শতাধিক মানুষের। জানা গিয়েছে, রাজ্য পুলিশের একদা গোয়েন্দা কর্মীই আজকের ভোলেবাবা। তাঁর আসল নাম নারায়ণ সাকার হরি। যিনি আবার বিশ্ব হরি নামেও পরিচিত। উত্তরপ্রদেশের এটওয়া জেলার বাসিন্দা এই ভোলেবাবা। প্রায় ২৬ বছর আগে সরকারি চাকরি ছেড়ে ধর্মপ্রচারের কাজ করছেন।
মূলত হিন্দি বলয়ের বেশ কিছু রাজ্যে ধর্মপ্রচার করে নিজেকে ধর্মগুরু বলেই দাবি করতেন এই ভোলেবাবা। উত্তরপ্রদেশের আলিগড়ে প্রতি সপ্তাহে তাঁর অনুষ্ঠান হয়। সেখানে যোগ দেন হাজার ভক্ত। এমনকী, করোনার সময় তাঁর সভা নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। ভোলেবাবার অনুষ্ঠান বন্ধ করায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিলেন তাঁর ভক্তরা।
এদিন হাথরসে সকাল ১১টা থেকে এই সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। কিন্তু সভা শেষ হতেই বিশৃঙ্খলা শুরু হয়। এই ঘটনায় রাত পর্যন্ত ১১৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। একটা ছোট্ট জায়গার মধ্যে অনুষ্ঠান করতে গিয়েই বিপত্তি বলে জানিয়েছে যোগী প্রশাসন।