সব ঠিক থাকলে, বুধবার ঠিক সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩ । ইসরো-র (ISRO) তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, পরিকল্পনামাফিকই এগোচ্ছে চন্দ্রযান-৩ (Chandrayaan 3 )। এদিন নির্ধারিত সময়েই অবতরণ হবে । কিন্তু, চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিংয়ের পর কী হবে ? অর্থাৎ সফল ল্যান্ডিংয়ের পরবর্তী ধাপ কী হবে ? জেনে নেওয়া যাক
ইসরোর তরফে জানা গিয়েছে, চাঁদের মাটিতে বিক্রম নামার পর, তার মধ্যে থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান নামের রোভারটি । এরপর প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরুর কাছে ঘুরে-বেড়িয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবে। চাঁদের বায়ুমণ্ডল সম্পর্কিত সমস্ত তথ্যও দেবে। আর পৃথিবীতে সেই সব তথ্য পাঠানোর কাজ হবে ল্যান্ডারের ।
আরও পড়ুন, Chandrayaan 3: চন্দ্রযানকে কেন বুধবারই চাঁদের মাটিতে ল্যান্ড করানো হচ্ছে? রয়েছে বড় কারণ
ল্যান্ডারে তিনটি পেলোড রয়েছে। এটি ল্যান্ডিং সাইটের চারপাশে চাঁদের প্লাজমার ঘনত্ব, তাপমাত্রা এবং ভূমিকম্প পরিমাপ সবকিছুই করবে। একইসঙ্গে চাঁদের মাটি ছোঁয়ার পর রোভার চাঁদের পৃষ্ঠে পতাকা এবং ইসরোর লোগো রেখে আসবে। চাঁদে একটা গোটা দিন কাজ চালিয়ে যাবে তারা । যা পৃথিবীর হিসেবে প্রায় ১৪ দিন ।
চাঁদে অবতরণের পর দিনের আলোতে চন্দ্রযানের সমস্ত সিস্টেম ভালভাবে কাজ করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা । রাত হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমবে । তাপমাত্রা মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় । এই তাপমাত্রায় মহাকাশযানের টিকে থাকার সম্ভাবনা কম থাকে । সেখানে ল্যান্ডার ও রোভার সাফল্যা পায় কি না সেটা দেখার অপেক্ষায় দেশবাসী ।