১১ মার্চ থেকেই দেশে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন বা Citizenship Amendment Act। এদিন বিজ্ঞপ্তি জারি করে CAA কার্যকর করল কেন্দ্র।
২০১৯ সালে সংসদের উভয়কক্ষেই CAA আইন হিসাবে পাশ হয়। এই আইনটির অনুমোদন করেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই আইন অনুসারে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশের সংখ্যালঘু নাগরিকরা চাইলে, ভারতের নাগরিকত্ব পাবেন।
কিন্তু নেপাল, মায়ানমার এবং ভুটানের সংখ্যালঘু নাগরিকদের ক্ষেত্রে কার্যকর হবে না নাগরিকত্ব সংশোধনী আইন।
আইনে আরও বলা আছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যে সমস্ত শরণার্থীরা ভারতে এসেছেন তাঁদের দেওয়া হবে নাগরিকত্ব।
সিএএ কার্যকর করা নিয়ে দীর্ঘ দিন কেন্দ্রীয় সরকারের মধ্যেই টালবাহানা চলছিল। অবশেষে লোকসভা ভোটের আগেই কেন্দ্রের ‘মাস্টারস্ট্রোক’ CAA ।