চোখের সামনে চলে গেলেন মা। আর ফিরে এলেন না। সমুদ্রের দানবীয় ঢেউ গিলে খেল দুই সন্তানের মা জ্যোতি সোনারকে। মুম্বইয়ের বান্দ্রার এই ভিডিও এখন ভাইরাল। যদিও তার সতত্যা যাচাই করেনি এডিটরজি বাংলা। ওই ভিডিওতে দেখা গিয়েছে ছবি তোলার নেশায় সমুদ্রের বিরাট ঢেউয়ের সামনে স্বামীর সঙ্গে বসে ছিলেন ওই মহিলা। পিছন থেকে হঠাৎ-ই একটি ঢেউ এসে তাঁকে টেনে নিয়ে চলে যায়। হতবাক সন্তানরা চোখের সামনে দেখে মাকে গিলে খাচ্ছে সমুদ্র।
জানা গিয়েছে, সম্প্রতি পরিবার নিয়ে পিকনিক করতে বেরিয়েছিলেন জ্যোতি। জুহুর বাসিন্দা তাঁরা। কিন্তু সমুদ্রে জলোচ্ছ্বাসের কারণে ওই দিন জহুর সমুদ্র তট বন্ধ রাখা হয়েছিল। পরিকল্পনা বদলে তাঁরা বান্দ্রায় চলে আসেন। এবং ওই ভরা ঢেউয়ের মধ্যেই সমুদ্রের পারে নেমে স্বামীকে নিয়ে ছবি তুলতে যান। সন্তানের হাতেই ক্যামেরা ছিল।
স্থানীয়দের দাবি, কোনও মতে জ্যোতির স্বামীকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু নিখোঁজ হন ওই মহিলা। পরে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।