পুলিশের জালে অমৃতপাল। রবিবার ভোর থেকে এই খবরই এখন শিরোনামে। কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে পঞ্জাব পুলিশের কাছে কেন আত্মসমপর্ণ করলেন এই খালিস্তানী নেতা ? পঞ্জাব পুলিশের দাবি, এটা ছাড়া আর কোনও উপায় ছিল না অমৃতপালের কাছে। কারণ, স্ত্রী-সহ তার বাকি সঙ্গীরা একে একে গ্রেফতার হতেই একা হয়ে গিয়েছিল এই খালিস্তানী নেতা। তাই মোগার গুরদ্বারে উত্তেজিত ভাষণ দেওয়ার পরেই, নিজেকে পুলিশের হাতে তুলে দেয় অমৃতপাল। যদিও গ্রেফতারের আগে খালিস্তানী নেতার দাবি, এখানেই শেষ নয়।
ওয়ারিশ পঞ্জাব দে সংগঠনে অমৃতপালের আসল বাহু ছিলেন খালিস্তানী নেতার স্ত্রী। তাঁকেই বাহাত্তর ঘণ্টা আগে গ্রেফতার করে অসমে পাঠিয়ে দেয় পঞ্জাব পুলিশ। ওয়াকিবহাল মহলের মতে, লড়াইয়ের রসদ ফুরিয়ে আসছে দেখেই চাপে পড়ে যায় অমৃতপাল। তাই শনিবার রাতে মোগায় এসে রবিবার পুলিশের কাছে নিজেকে ধরা দেয়।
এদিন মোগা থেকে অমৃতসর নিয়ে যাওয়া হয় অমৃতপালকে। এরমধ্যে ভাতিন্ডায় হয় তার স্বাস্থ্য পরীক্ষা। অমৃতপালের গ্রেফতারির পরেই রাজ্যে শান্তি বজায় রাখার অনুরোধ করছে পঞ্জাব পুলিশ।