সুপ্রিম কোর্টে RG কর কাণ্ডের পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর। কিন্তু ওইদিন শুনানি হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে দিন বদলের আর্জি জানানো হয়েছে।
জানা গিয়েছে, রাজ্যের তরফে জানানো হয়েছে, ২৭ তারিখের শুনানি পিছিয়ে দেওয়া হোক। পরিবর্তে ৩০ তারিখ বা ওই সপ্তাহের অন্য দিন মামলাটির শুনানি দিন ধার্য করা হতে পারে। যদিও এবিষয়ে সুপ্রিম কোর্টের তরফে এখনও নির্দিষ্ট করে কোনও দিন ধার্য করা হয়নি।
সূত্রের খবর, দেশের শীর্ষ আদালত জানিয়েছে, সব পক্ষের আবেদন শুনে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার এই সংক্রান্ত আর্জির শুনানি হতে পারে।
যদিও একটি বাংলা সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, এটা তেমন কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়। সুপ্রিম কোর্টে এই ধরনের আর্জি করা হয়। এমনকি প্রয়োজনে দিনও পিছোতে পারে।