দুদিন আগেই ধুমধাম করে বিয়ে হয় । মঙ্গলবার ভাইপোকে নিয়ে বিয়েতে পাওয়া উপহার দেখতে বসেছিলেন বর । কিন্তু, উপহারের মোড়ক (Wedding Gift Blast at Gujarat) খুলতেই বিস্ফোরণ । সঙ্গে সঙ্গে বরের কব্জি উড়ে যায় । মাথায় আঘাত লাগে । গুরুতর আহত তাঁর ছোট্ট ভাইপোও । দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে । গুজরাতের (Gujarat News) নবসারি জেলার মিন্ধাবরী গ্রামের ঘটনা ।
ঠিক কী ঘটেছিল ?
গত শনিবার ধুমধাম করে বিয়ে হয় মিন্ধাবরী গ্রামের লতীশ গভিতের । মঙ্গলবার আমন্ত্রিতদের দেওয়া বিয়ের উপহার দেখতে বসেছিলেন তিনি । সঙ্গে ছিল তাঁর ছোট্ট ভাইপো । একটি উপহারের বাক্সের মোড়ক খুলে লতীশ তার মধ্যে একটি খেলনা দেখতে পান । বিয়েতে খেলনা উপহাকর দেখে কিছুটা অবাকও হন । ওদিকে, খেলনা দেখে বেশ খুশি তাঁর ছোট্ট ভাইপোটি । এরপর ইলেকট্রনিক্স খেলনাটি চালানোর জন্য চার্জ দিতে যান লতীশ । আর চার্জে বসানোর সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে ফেটে যায় খেলনাটি । গুরুতর আহত হন লতীশ ও তাঁর ভাইপো ।
আরও পড়ুন, Deepika Padukone at Canne: সব্যসাচীর শাড়িতে কানের মধ্যমণি দীপিকা পাড়ুকোন
কে দিয়েছিলেন এই উপহারটি ? কারও সঙ্গে কি শত্রুতা ছিল লতীশের ? জানা গিয়েছে, এই খেলনাটি দিয়েছে জনৈক রাজু পটেল । রাজু আসলে লতীশের স্ত্রীর দিদির প্রাক্তন প্রেমিক । অনেকদিন আগেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন লতীশের শ্যালিকা । লতীশের পরিবারের অভিযোগ, প্রতিহিংসাবশত এই কাজ করেছেন রাজু । তদন্ত শুরু করেছে পুলিশ ।