নবমীর রাতে ঠাকুর দেখায় ব্যাঘাত ঘটাবে বৃষ্টি? এমনই ইঙ্গিত আলিপুর আবহাওয়া অফিসের। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে এর ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। ভ্যাপসা গরম থেকে কিছুক্ষণের জন্য মুক্তি মিলবে।
আলিপুর আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী নবমীর দিন অর্থাৎ শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ১১টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শুধু শুক্রবার নয়, শনিবার অর্থাৎ দশমীর দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং শনিবারও ভিজতে পারে পাহাড়।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী ১২ অক্টোবর। ফলে তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে বৃষ্টি হলেও এখনই বঙ্গবাসী ভ্যাপসা গরম থেকে মুক্তি পাবেন না। এমনটাই মনে করা হচ্ছে। সাময়িক স্বস্তি হলেও বাতাসে আদ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে। সেই কারণে ঘাম হতে পারে। চলতি মাসের শেষ থেকেই রাজ্যে শীতের প্রভাব পড়তে পারে। মনে করছেন আবহাওয়াবিদরা।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।