সামনেই একাধিক রাজ্যে নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচন উপলক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) উত্তর-পূর্বের রাজ্য সফরে যান। মণিপুর(Manipur) সফর চলাকালীন খোলামেলাভাবেই ক্যামেরায় ধরা দিলেন প্রধানমন্ত্রী(Prime Minister Narendra Modi)। তিনি সেখানে স্থানীয় সংগীতশিল্পী এবং বাদ্যকরদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা চালান।
মঙ্গলবার মণিপুরে(Manipur) প্রায় ১,৮৫০ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর পাশাপাশি সড়ক পরিকাঠামো থেকে শুরু করে তথ্যপ্রযুক্তিভিত্তিক নানান বিষয়ে প্রায় ২,৯৫০ কোটি টাকার ৯টি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ইম্ফলের(Imphal) এক জনসমাবেশে ভাষণ চলাকালে প্রধানমন্ত্রী(PM of India) রাজ্যবাসীকে মনে করান, বরাবরই কেন্দ্রের সরকার উত্তর-পূর্বের রাজ্যগুলিকে উপেক্ষা করেছে। কিন্তু ২০১৪ সালে বিজেপি(BJP) সরকার আসার পর মনিপুরের দোড়গোড়ায় এসে পৌঁছেছে সরকারি পরিষেবা। এখন থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলির অপেক্ষার দিন শেষ, জানান মোদী।
এর পাশাপাশি তিনি স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গকে উস্কে দিয়ে মনে করিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর(Subhas Chandra Bose) সেনাবাহিনী উত্তর-পূর্বে তাঁদের পতাকা উত্তোলন করে এই অংশটিকে 'ভারতের মুক্তির প্রবেশদ্বার' বলে উল্লেখ করেন। স্বাধীনতা সংগ্রামের এই প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বর্তমানে উত্তর-পূর্ব ভারত 'নতুন ভারতের স্বপ্নপূরণের প্রবেশদ্বার'।
বিজেপি(BJP) নেতৃত্বাধীন জোট সরকার এন. বীরেন সিংকে(N. Biren Singh) মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রেখে পুনরায় মণিপুরে(Manipur) ক্ষমতা দখলের চেষ্টা করছে। তাঁদের আশা, এবারের ভোটে আফস্পা(AFSPA) সহ অন্যান্য বিষয়গুলি বিশেষ গুরুত্ব পাবে।
এর পাশাপাশি ত্রিপুরাতেও(Tripura) বেশকিছু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আগরতলায়(Agartala) মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন তিনি। প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি ৩০,০০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত।
আরও পড়ুন- Omisure Kit: ওমিক্রন শনাক্ত করার প্রথম দেশীয় কিট ওমিশিওরকে ছাড়পত্র আইসিএমআরের
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া(Jyotiraditya Sindhiya) এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব(Biplab Deb)। উদ্বোধনের আগেই সমগ্র ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিং পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।