তিন দিনের মার্কিন সফর সেরে শনিবার পিরামিডের দেশ মিশর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশরে পা রাখলেন। বিমানবন্দরে পা রাখতেই মোদীকে স্বাগত জানাতে আসেন স্বয়ং মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাউলি। ভারতীয় পোশাকে প্রবাসী ভারতীয় মিশরবাসী 'ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে' গেয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এদিন কায়রো এয়ারপোর্টে সংবর্ধনা এবং 'গার্ড অফ অনার' পাওয়ার পর মোদীজি একটি ভারতীয় হোটেলেই প্রবাসীদের সঙ্গে আলাপচারিতা সারেন। খালি গলায় মহিলার দু'কলি গান বেজায় মনে ধরেছে স্বয়ং প্রধানমন্ত্রীর। মিশরে থাকলেও হিন্দি গানের রীতিমতো চর্চা করেন ভারতীয় বংশোদ্ভূত জিনা।