অপরাধ করেননি, অথচ জেলে থাকতে চান একরাত? সামান্য গাঁটের কড়ি খসালেই মিলবে সুযোগ! জেলে থাকার বন্দোবস্ত করবে উত্তরাখণ্ডের হলদওয়ানি প্রশাসন। পর্যটকদের জেলের অভিজ্ঞতা চাক্ষুষ করার এই অভিনব উপায়টির কথা জানিয়েছে ওই রাজ্যের প্রশাসন। এমনকি হলদওয়ানি প্রশাসন এই কথাও জানিয়েছে, জ্যোতিষীর পরামর্শ মেনে গ্রহের ফের কাটাতে যাঁরা জেল যাত্রা করতে চান, তারাও সুযোগ পাবেন।
প্রতি রাত জেলে কাটানোর জন্য ৫০০ টাকা খরচ করতে হবে। জেলেরই একটি পুরনো অংশ সংস্কার করে তা পর্যটকদের থাকার উপযুক্ত করে তোলা হয়েছে। যেসব পর্যটকরা জেলের অভিজ্ঞতা লাভ করতে চান, তাঁরা অনায়াসে এখানে রাত কাটাতে পারবেন। এই অর্থের বিনিময়ে পাওয়া যাবে জেলের পোশাক এবং জেলের আবাসিকদের জন্য বরাদ্দ খাদ্যও।
হলদওয়ানি কারাগার, ১০০ বছরেরও বেশি পুরনো। ১৯০৩ সালে নির্মিত হয়েছিল।
জানা গিয়েছে, মানুষকে 'কুকর্ম' থেকে বিরত রাখতেই এই অভিনব পন্থার নীতি নিয়ে এসেছে এই জেল কর্তৃপক্ষ।
এই অতি পুরনো জেলের একটি অংশে ছয়টি স্টাফ কোয়ার্টার সহ পুরনো অস্ত্রাগার রয়েছে। যা পরিত্যক্ত রয়েছে। বর্তমানে ‘জেল অতিথিদের’ থাকার জন্য সেই জায়গাটিকেই ঢেলে সাজানো হচ্ছে বলে কারাগারের ডেপুটি জেল সুপারিনটেনডেন্ট সতীশ সুখিজা জানিয়েছেন।