বিশ্বকাপ শেষ হয়েছে রবিবার। আর তারপরেই ম্যানেজার বান্টি সাজদেহের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল বিরাট কোহলির। সূত্রের খবর, বিরাট নিজেই একটি সংস্থা শুরু করতে চলেছেন। সম্ভবত সেকারণেই বান্টির সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে তাঁর। সম্পর্কে রোহিত শর্মার শ্যালক বান্টি।
বান্টির নিজস্ব একটি সংস্থা রয়েছে। যার নাম কর্নারস্টোন। ওই সংস্থাই মূলত বিরাটে বিজ্ঞাপন সহ একাধিক বিষয় দেখাশোনা করে। এর আগে শুভমন গিল, লোকেশ রাহুল, অজিঙ্ক রাহানের মতো ক্রিকেটারেরও ম্যানেজার হিসেবে কাজ করেছে কর্নারস্টোন। তবে তাঁরা আগেই বিচ্ছেদ করেছিলেন। এবার বিরাটও বান্টির সঙ্গে বিচ্ছেদ করলেন।
শোনা যায়, বান্টির সঙ্গে বিরাটের সম্পর্ক খুবই ভালো ছিল। তাঁরা দুজন মিলে একাধিক চুক্তিও করেছিলেন। এমনকি, একটি সংস্থার সঙ্গে প্রায় ১০০ কোটি টাকারও চুক্তি হয়েছিল।