ফের মসনদে কোহলি! অ্যাডিলেড ওভালে টি-২০ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচেই টি-২০ বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন বিরাট। ভাঙলেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনের বিশ্বরেকর্ড।
অস্ট্রেলিয়ায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে বিরাট কোহলি। বিশ্বকাপের উদ্বোধনী দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর কাছ থেকে বড় ইনিংস আশা করা হয়েছিল। সেই সঙ্গে বিরাট কোহলির সামনেও বড় সুযোগ ছিল নিজের নামে বিশ্ব রেকর্ড গড়ার। তার পূর্ণ সদ্ব্যবহার করলেন তিনি।
ম্যাচটিতে ৪৪ বলে ৬৪ রানের ঝকঝকে অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি। যে ইনিংস সাজানো ছিল আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৮৪ রান।