মাথার উপর সূর্য, কড়া রোদ । চারদিক ঝলসে যাচ্ছে । রাস্তায় দাঁড়িয়ে রুটি (Roti) বানাচ্ছেন এক মহিলা । কিন্তু, এই রুটি তৈরি হচ্ছে কোনওরকম গ্যাস বা উনুন ছাড়াই । বরং রুটি তৈরি হচ্ছে গাড়ির বনেটের (Roti making on car of bonnet) উপর । সম্প্রতি, সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে ।
ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির বনেটের উপর রাখা বেলন-চাকিতে রুটি বেলে নিচ্ছেন এক মহিলা । তারপর, তা গাড়ির বনেটের উপর রাখছেন । যেভাবে আমরা তাওয়ায় রুটি দিই সেঁকার জন্য । দেখা যাচ্ছে, গাড়ির বনেটের উপর খুন্তি দিয়ে এপিঠ-ওপিঠ করে রুটি সেঁকে নিলেন ওই মহিলা । একেবারে গ্যাসে রুটি সেঁকার মতোই । কিন্তু, তা কী করে সম্ভব ? আসলে, সূর্যের তাপ এতটাই যে, গ্যাস বা উনুনের বদলে গাড়ির বনেটেই রুটি সেঁকা হয়ে যাচ্ছে !
আরও পড়ুন, Bihar viral news: থানায় মহিলা গা মালিশ করছেন অর্ধনগ্ন পুলিশ অফিসারের, ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড
দেশের বিভিন্ন প্রান্ত তাপপ্রবাহ চলছে । গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে । কেউ কেউ এই প্রচন্ড গরমে প্রাণ হারিয়েছেন । রিপোর্ট বলছে, এ মরসুমে এপ্রিল উষ্ণতম মাস ।