দিল্লি পুলিশের এক আধিকারিকের সঙ্গে প্রবল বচসায় জড়িয়ে পড়লেন এক মহিলা। যার ভিডিয়ো (Viral Video) নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। টুইটারের (Twitter) একটি অ্যাকাউন্ট 'ঘর কা কলেশ' থেকে শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে, একজন মধ্যবয়সী মহিলা তীব্র বচসায় জড়িয়ে পড়েছেন।
আরও পড়ুন: ২০২৬ সাল থেকে OMR শিটে উচ্চমাধ্যমিক, সিদ্ধান্ত নিতে পারে সংসদ
এই বচসা চলাকালীনই তিনি আচমকা ঘুরে গিয়ে সামনে থাকা এক কনস্টেবলের গালে চড় মেরে দেন। ওই পুলিশ কনস্টেবল (Police constable) মহিলাকে নিরস্ত করতে উদ্যোগী হলেও তাতে কার্যত কোনও কাজই হয়নি। উল্টে ওই মহিলাই কনস্টেবলকে হুমকি দিয়ে বলেন- 'ট্র্যাফিকওয়ালে কো বুলা'!
এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গেলেও, কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।