বহু বছর আগে একটি বিজ্ঞাপন খুব জনপ্রিয় হয়েছিল। যার মূল ট্যাগলাইন ছিল- 'হোয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান'। ঠিক সেই লাইন ধার করেই একটু অন্যভাবে সোশ্যাল মিডিয়ায় আপাতত ঘুরে বেড়াচ্ছি যে প্রশ্নটি, তা হল, 'হোয়াই শুড টেকব্রোজ হ্যাভ অল দ্য ফান'? ঘটনার সূত্রপাত বেঙ্গালুরুতে। এক অটোচালক ব্যস্ত রাস্তা দিয়ে তাঁর গাড়িটি চালাচ্ছেন। তাঁর নিজের চালকের আসনের জায়গায় রয়েছে কর্পোরেট কর্মচারী বা গেমারদের কাজের জায়গায় বসার প্রিয় এরগনোমিক চেয়ার! ছবিটি পোস্ট করেন অনুজ বনশল নামে একজন এক্স ব্যবহারকারী।
কিন্তু, কেন এই চেয়ার? নেটিজেনদের অনেকের মতে, একটি চেয়ারই আমাদের সমাজে মানুষের প্রতি মানুষের মনোভাব ও আচরণ বদলে দেওয়ার নেপথ্যে অত্যন্ত বড় ভূমিকা নেয়। সম্ভবত, সেই কারণেই ওই অটোচালকের এমন সিদ্ধান্ত। কারও মতে আবার, যেখানেই বসি না কেন, পিঠের নিচের অংশ যাতে একটু আরাম পায়, সেই ব্যাপারে সকলেরই খেয়াল রাখা উচিত!
এমন বিবিধ কমেন্টে ভরে গিয়েছে ওই পোস্টটি। আপাতত, যার ভিউ হয়েছে ১ লক্ষ ৯০ হাজার। এবং, পোস্টটিকে লাইক করেছেন ৩ লক্ষ ইউজার।