বন্দে ভারতের পর ভারতীয় রেল নিয়ে আসতে চলেছে বন্দে মেট্রো। গুজরাট সফরে গিয়েই মেট্রোর উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আগেই ঘোষণা হয়েছিল। এবার কেবল মুক্তির অপেক্ষা। বুজ ও আহমেদাবাদকে যুক্ত করবে এই মেট্রো।
পাশাপাশি দুটি শহরের মধ্যে চলাচল করবে বন্দে ভারত মেট্রো। গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। এই ট্রেনে শীতকালে থাকবে গরম জলের ব্যবস্থা। আগুন ও ধোঁয়া শনাক্ত করার জন্য থাকবে ১৪টি করে সেন্সর। একটি কামরায় যাতায়াত করতে পারবেন ২৮০ জন যাত্রী।
১১৫০ জনের বসার এবং ২০৫৮ জনের দাঁড়ানোর ক্যাপাসিটি রয়েছে এই ট্রেনে। টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০ টাকা। সর্বাধিক ৪৩০ এর ধারেকাছে। ১৬ কোচের বন্দে মেট্রো সম্পূর্ণ বাতানুকূল তো বটেই, তার সঙ্গে রয়েছে যাবতীয় সুযোগ সুবিধা। তবে এক্ষেত্রে আগে থেকে আসন রিজার্ভেশন করা যাবে না।
এই মেট্রো বন্দে ভারতের মতোই যাত্রীদের অনেক উন্নত সুবিধা দিতে সক্ষম। আগামী মঙ্গলবার মোদির ৭৫তম জন্মদিন। সেদিন তিনি ওড়িশায় থাকবেন। তবে তার আগে ঝাড়খণ্ড সফর সেরে গুজরাটে যাবেন মোদি। এদিন আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা তাঁর হাতেই।