দেশে ছুটবে এবার দ্রুতগামী মেট্রো (Metro) । বন্দে ভারত এক্সপ্রেসের পর শুরু হতে চলেছে বন্দে ভারত মেট্রো-র পরিষেবা (Vande-Bharat Metro) । কেন্দ্রীয় বাজেটের দিনই এমন ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) । তিনি জানিয়েছেন, মেট্রো শহরগুলিতে পরিষেবা যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায়, সেই কথা মাথায় রেখেই দ্রুত মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামী ২০২৪-২৫ অর্থবর্ষে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে ।
দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে, রেল নিয়ে আগামী দিনের পরিকল্পনার কথাও বলেছেন অশ্বিনী বৈষ্ণব । বন্দে-ভারত নিয়ে রেলমন্ত্রী জানিয়েছে, আগামী দিনে ১টার পরিবর্তে সপ্তাহে ২-৩টি বন্দে ভারত এক্সপ্রেসের রেক তৈরি করা হবে । রেক তৈরির কারখানার সংখ্যা বাড়বে । হাইড্রোজেন ট্রেন চালানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ।
বুধবার কেন্দ্রীয় বাজেটে রেলের জন্য ২.৪১ লাখ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । যা ভারতের ইতিহাসে রেলের পাওয়া সর্বোচ্চ বরাদ্দ । এই বরাদ্দ কেন্দ্রে মোদী জমানা শুরু হওয়ার আগে রেলের পাওয়া বরাদ্দের ৯ গুণ ।