যত দিন গড়াচ্ছে উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে আরও নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবার ব়্য়াট হোল প্রযুক্তির মাধ্যমে আটক শ্রমিকদের উদ্ধার করার প্রচেষ্টা চালানো হবে। ইতিমধ্যে এই পদ্ধতিতে কাজ করার জন্য দুর্ঘটনাস্থলে ৬ জন বিশেষজ্ঞ পৌঁছে গিয়েছেন।
ড্রিলিং মেশিন ছাড়াও উদ্ধার কাজ চালানোর জন্য হাতুরি, শাবল জাতীয় যন্ত্রের প্রয়োজন। সেই সব যন্ত্রও ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এছাড়াও অক্সিজেন সিলিন্ডারও উপস্থিত রাখা হয়েছে সেখানে।
ব়্যাট হোল প্রযুক্তিতে অভিজ্ঞ এক প্রযুক্তিবিদ জানিয়েছেন, দিল্লি থেকে তাঁদের সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁরা মূলত মধ্যপ্রদেশের বাসিন্দা। কয়লা কাটার ক্ষেত্রে ওই প্রযুক্তি ব্যবহার করা হয় বলেও জানিয়েছেন তিনি।