হঠাৎ ধস নেমে বন্ধ হয়ে গেল উত্তরাখণ্ডের ১০৯ নম্বর জাতীয় সড়ক। রুদ্রপ্রয়াগের কাছে তারসালি গ্রামে ভেঙে পড়ে পাহাড়ের বড় কিছু পাথর। ধস পড়ার পর বেশ কিছুক্ষণ রাস্তার দুই দিকেই যান চলাচল স্তব্ধ হয়ে যায়। গাড়ির লাইনও বাড়তে থাকে।
এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় গোটা ঘটনার দৃশ্য সামনে আসে। ইতিমধ্যে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল। রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরাতে দেরি হওয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। উত্তরাখণ্ড প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ধস আসবে, সেই খবর আগেই গাড়িচালকদের জানান স্থানীয় লোকজন। তাই দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
আরও পড়ুন: গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ শান্তিপ্রসাদ সিনহার
রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত জানিয়েছেন, কিছুক্ষণ বন্ধ রাখা হলেও জাতীয় সড়ক পুনরায় খুলে দেওয়া হয়েছে। গাড়ি চলাচলও বর্তমানে স্বাভাবিক। এই ঘটনায় কেদারনাথ যাওয়ার পথে যাত্রীরা আটকে পড়েন।